✦সূরা ইখলাস✦ (✰বঙ্গানুবাদ- কাজী নজরুল ইসলাম) [শুরু করিলাম লয়ে নাম আল্লাহর করুণা ও দয়া যার অশেষ অপার] বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়, নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়। করেন না কাহারেও তিনি যে জনন, কাহারও ঔরস-জাত তিনি নন। সমতুল তার নাই কেহ আর ✰'ইখলাস' অর্থ- বিশুদ্ধ